WBMDFC Recruitment 2022 Murshidabad: পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় উচ্চ মাধ্যমিক পাসে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। এখানে এডুকেশন সুপারভাইজার (Education Supervisor) পদে নিয়োগ করা হবে। চাকরিটি স্থায়ী সরকারি চাকরি নয়, অস্থায়ী চুক্তিভিত্তিক। উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই এখানে আবেদন করতে পারবে। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। Murshidabad WBMDFC Recruitment 2022 এর আরো বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | WBMDFC |
---|---|
পদের নাম | Education Supervisor |
মোট শূন্যপদ | 1 টি |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাশ |
চাকরির ধরন | চুক্তিভিত্তিক |
আবেদন পাক্রিয়া | ইন্টারভিউ |
স্থান | জঙ্গিপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbmdfc.org |
উচ্চ মাধ্যমিক পাসে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ ২০২২
পদের নাম – Post Name
পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে WBMDFC দ্বারা এডুকেশন সুপারভাইজার (Education Supervisor) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – WBMDFC Recruitment 2022 Murshidabad Educational Qualification
এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 50% নম্বর সহ পাস করতে হবে। তারসঙ্গে কম্পিউটার এর সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন।
বয়সসীমা – WBMDFC Recruitment 2022 Murshidabad Age Limit
WBMDFC Recruitment 2022 Murshidabad এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য সর্বনিন্ম বয়সসীমা হলো 20 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনোরকম বয়স ছাড়ের কথা উল্লেখ নেই।
মোট শূন্যপদ – WBMDFC Recruitment 2022 Murshidabad Total Vacancy
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
আবেদন পদ্ধতি – Apply Process
পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে WBMDFC দ্বারা এডুকেশন সুপারভাইজার (Education Supervisor) পদে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ তে উপস্থিত থাকলেই হবে। আবেদন করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।
- নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
- যাচাই করুন আপনি আপনি আবেদন করার জন্য যোগ্য কি না।
- অফিসিয়াল বিজ্ঞপ্ততে দেওয়া Bio Data ফর্ম টি A4 সাইজ সাদা কাগজে প্রিন্ট করুন।
- ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন।
- এরপর ফর্মটির সঙ্গে ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট তারিখ ইন্টারভিউ এর স্থানে উপস্থিত হন।
প্রয়োজনীয় ডকুমেন্ট – Required Documents
- Bio Data ফর্ম (বিজ্ঞপ্তিতে রয়েছে)।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- বয়সের প্রমাণ পত্র।
- আধার কার্ড/ভোটার কার্ড।
- ২ কপি পাসপোর্ট সাইজ রগিন ছবি।
**উপরের তালিকায় উল্লিখিত সমস্ত ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ এর স্থানে উপস্থিত হতে হবে। জেরক্স কপি চলবে না।
ইন্টারভিউ এর স্থান ও সময়
আগামী 20 ডিসেম্বর 2022 তারিখ সকাল 11 টাই নিচের দেওয়া ঠিকানায় ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউর ঠিকানা: Office of the West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E, Sector-1, Saltlake, Kolkata-700064
গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 08.12.2022 |
ইন্টারভিউ এর তারিখ | 20.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- বিজ্ঞপ্তি প্রকাশিত: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: wbmdfc.org
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অনান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |