West Bengal Municipal Service Commission (WBMSC) Assistant Engineer Recruitment 2022: পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবে এবং কি কি যোগ্যতার প্রয়োজন জানার জন্য পুরো খবরটি পড়ুন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
নিয়োগ সংস্থা | WBMSC |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার |
শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা/ ইন্জিনিয়ারিং |
মোট শূন্যপদ | 62 টি |
আবেদনের শেষ তারিখ | 06.08.2022 |
চাকরির স্থান | পশ্চিমবঙ্গ |
সরকারি ওয়েবসাইট | mscwb.org |

WBMSC Assistant Engineer Recruitment 2022 Notification
পদের নাম ~ MSCWB তে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এর চারটি পদে নিয়োগ করা হচ্ছে –
- Sub Assistant Engineer (Civil)
- Sub Assistant Engineer (Mechanical)
- Sub Assistant Engineer (Electrical)
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করার জন্য ডিপ্লোমা / ইন্জিনিয়ারিং বা সমতুল্য যোগ্যতা প্রয়োজন।
বয়স সীমা ~ এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যয় 37 বছরের কম প্রয়োজন।
শূন্যপদ ~ সব মিলিয়ে এখানে মোট 62 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত নিচের তালিকায় দেওয়া হলো –
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Sub Assistant Engineer (Civil) | 42 টি |
Sub Assistant Engineer (Mechanical) | 13 টি |
Sub Assistant Engineer (Electrical) | 07 টি |
আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে দেখুন। নিচে অফিসিয়াল নোটিস এর PDF ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে।
আবেদন পদ্ধতি (How To Apply MSCWB Assistant Engineer Recruitment 2022)
যোগ্য পার্থীরা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। MSCWB এর অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক এবং সরাসরি আবেদন করার লিঙ্ক নিচে দিয়েদেওয়া হবে। আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন।
আবেদন মূল্য ~ ST, SC আবং PWD পার্থী দের আবেদন মূল্য রাখা হয়েছে 50 টাকা এবং বাকি প্রার্থীদের 200 টাকা আবেদন মূল্য লাগবে।
আবেদনের শেষ তারিখ ~ এখানে আবেদন করার শেষ তারিখ হলো 6 এই আগস্ট 2022
নিয়োগ প্রক্রিয়া (WBMSC Assistant Engineer Recruitment 2022 Selection Process)
এখানে আবেদন করা চাকরি পার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং যারা এই পরীক্ষায় সফল হবে তাদের ব্যাক্তিত্ব পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
এখানে 200 নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং ব্যাক্তিত্ব পরীক্ষার মান থাকবে 40 নাম্বার।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 30.06.2022 |
আবেদন শুরু | 07.07.2022 |
আবেদন শেষ | 06.08.2022 |
অফিসিয়াল নোটিস (I) | Download PDF |
অফিসিয়াল নোটিস (II) | Download PDF |
অফিসিয়াল নোটিস (III) | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর নিয়োগ 2022 – মোট 2800 শূন্যপদ
- IBPS ক্লার্ক নিয়োগ 2022 – মোট 3035 শূন্যপদ
2 thoughts on “WBMSC তে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ – 62 শূন্যপদ | WBMSC Assistant Engineer Recruitment 2022”