জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় ‘হোম গার্ড’ নিয়োগ, অষ্টম শ্রেণী পাসে আবেদন করুন

WBP Home Guard Recruitment 2023: পশ্চিম মেদনীপুরের বিভিন্ন থানার তরফ থেকে ইতি মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞতি প্রকাশিত হতে চলেছে। জেলার বিভিন্ন এলাকার থানায় প্রায় ১০০ জন চুক্তভিত্তিক হোমগার্ড নিয়োগ করা হবে। এখানে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। WBP Home Guard Recruitment 2023-তে আবেদন করার পদ্ধতি, প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাপশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ
পদের নামহোম গার্ড
মোট শূন্যপদ১০০ টি
বেতন (₹)প্রতিদিন ৫৬৫/- টাকা
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানপশ্চিমমেদিনীপুর
ওয়েবসাইট
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পশ্চিম মেদিনীপুরে হোম গার্ড নিয়োগ ২০২৩ (WBP Home Guard Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ এর পক্ষ থেকে বিভিন্ন থানা তে চুক্তিভিত্তিক হোমগার্ড পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

WBP Home Guard Recruitment 202-তে 3 মোট ১০০ টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

WBP Home Guard Recruitment 2023-তে আবেদন করার জন্য আবেদন পার্থীর অবশ্যই যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য আবেদন পার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

বেতন (Salary)

WBP Home Guard Recruitment 2023-তে নির্বাচিত পারথীদের দৈনিক ৫৬৫/- টাকা করে বেতন দেওয়া হবে, অর্থাৎ প্রতিমাসে ১৬,৯৫০/- টাকা।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য পার্থী দের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য নিজেদের নিকটবর্তী থানায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিনা খোঁজ করতে হবে। যদি বিজ্ঞপ্তি জারি হয়েছে তাহলে পার্থীদের তাদের নিজেদের থানায় আবেদনপত্রের সাগ্রহ করে পূরণ করতে হবে এবং সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কালার ছবি সহ বিভিন্ন নথি জমা করতে হবে।

WBP Home Guard Recruitment 2023

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

WBP Home Guard Recruitment 2023-তে আগামী ১৭ ফেবুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ পার্থীদের পুরুষদের ক্ষেত্রে নূন্যতম উচ্চতা ১৬০ সেমি, নূন্যতম ওজন ৫১ কেজি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে নূন্যতম উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৪ কেজি হওয়া বেধতামূলক।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু
আবেদন শেষ১৭.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • বিজ্ঞপ্তির খবর: Download PDF
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment