WBPSC Inspector Recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তে ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

WBPSC Inspector Recruitment 2022: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 9 টি শূন্যপদে ইন্সপেক্টর নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে 7 নভেম্বর 2022 থেকে 1 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত আবেদন চলবে। প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাWBPSC
পদের নামInspectors
মোট শূন্যপদ9 টি
বেতনRs. 67,300 – 1,73,200/-
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbpsc.gov.in

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তে ইন্সপেক্টর নিয়োগ ২০২২ | WBPSC Inspector Recruitment 2022

পদের নাম | Post Name

এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফ থেকে ইন্সপিক্টর (Inspector) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification

পর্থীদের যেকোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয়/ ইউনিভার্সিটি থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বয়সসীমা | Age Limit

আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2022 তারিখ অনুসারে 36 বছরের মধ্যে হতে হবে।

মোট শূন্যপদ | Total Vacancy

WBPSC Inspector Recruitment 2022 তে সব মিলিয়ে মোট 9 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বেতন | Salary

এখানে প্রতিমাসে Rs. 67,300 টাকা থেকে শুরু করে Rs. 1,73,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি | Apply Online

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে wbpsc.gov.in ওয়েবসাইটে যেতে হবে তারপর WBPSC Inspector Recruitment 2022 Apply Online সম্পর্কিত লিঙ্কে ক্লিক করতে হবে। সঠিকভাবে অনলাইন আবেদন ফর্ম টি পূরণ করে সাবমিট করতে হবে এবং তারসঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

আবেদন মূল্য | Application Fee

সাধারণ ও OBC শ্রেণীর পর্থীদের ক্ষেত্রে 210 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। SC/ST শ্রেণীর পর্থীদের কোনো আবেদন মূল্য প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ | Application Last Date

WBPSC Inspector Recruitment 2022 তে আগামী 1 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া | Selection Process

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের স্ক্রীনিং টেস্ট, মেরিট লিস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates

আবেদন শুরু07.11.2022
আবেদন শেষ01.12.2022
আবেদন ফী প্রদান শেষ01.12.2022
এডিট উইন্ডো08 – 12.12.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbpsc.gov.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Free

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment