WBPSC Kolkata Civil Judge Recruitment 2023: আবেদন লিঙ্ক, যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, সিভিল জজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

WBPSC Kolkata Civil Judge Recruitment 2023: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ২৯ টি শূন্য পদে সিভিল Civil Judge নিয়োগ করা হবে। এখানে ১০ই জানুয়ারি থেকে ৩১এই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে কি হবে আবেদন করবে, আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিজে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাWBPSC Kolkata
পদের নামCivil Judge
মোট শূন্যপদ২৯ টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
ওয়েবসাইটwbpsc.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

WBPSC Kolkata Civil Judge Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে পশ্চিমবঙ্গের কলকাতায় WBPSC দ্বারা সিভিল জাজ পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ২৯ টি শূন্য পদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচের মধ্যে উল্লেখ করা হয়েছে।

শ্রেণীAnticipated VacancyClear Vacancyমোট শূন্যপদ
UR১০ টি০৮ টি১৮ টি
SC০২ টি০১ টি০৩ টি
ST০১ টি০১ টি০২ টি
OBC (A)০২ টি০১ টি০৩ টি
OBC (B)০১ টি০১ টি০২ টি
PWD০১ টি০১ টি

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

WBPSC Kolkata Civil Judge Recruitment 2023 তে আবেদন করার জন্য এলএলবি, পিজি করে থাকা প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ৩০.১২.২০২২ তারিখের মধ্যে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ ৩১.১২.১৯৮৭ থেকে ৩০.১২.১৯৯৯ এর মধ্যে হলে WBPSC Kolkata Civil Judge Recruitment 2023-তে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি (How To Apply)

আগ্রহী যোগ্য প্রার্থী এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। দান করার আগে অবশ্যই একবার নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

WBPSC Kolkata Civil Judge Recruitment 2023

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ২১০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (WBPSC Kolkata Civil Judge Recruitment 2023 Last Date)

অনলাইনে আবেদন শুরু হবে ১০জানুয়ারি এবং আগামী ৩১এই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে (WBPSC) Civil Judge পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪.০১.২০২৩
আবেদন শুরু১০.০১.২০২৩
আবেদন শেষ৩১.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in/
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment