পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে ভেটেরিনারি অফিসার নিয়োগ – 158 টি শূন্যপদ | WBPSC Veterinary Officer Recruitment 2022-23

WBPSC Veterinary Officer Recruitment 2022-23: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে মোট 158 টি শূন্যপদে ভেটেরিনারি অফিসার (Veterinary Officer) নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি পাবলিক সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট @wbpsc.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। WBPSC Veterinary Officer Recruitment 2022-23 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাWest Bengal Public Service Commission (WBPSC)
পদের নামVeterinary Officer
মোট শূন্যপদ158 টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbpsc.gov.in
টেলিগ্রামJoin Here

বিষয় সূচী ~

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে ভেটেরিনারি অফিসার নিয়োগ ২০২২-২৩

পদের নাম – Post Name

এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা ভেটেরিনারি অফিসার (Veterinary Officer) পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ – WBPSC Veterinary Officer Vacancy 2022-23

এখানে মোট 158 টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

শ্রেণীর নামমোট শূন্যপদ
UR76
SC31
ST8
OBC (A)17
OBC (B)12
P.D. (UR)13
P.D. (SC)1
মোট শূন্যপদ 158 টি

শিক্ষাগত যোগ্যতা – WBPSC Veterinary Officer Recruitment Educational Qualification 2022-23

এখনে আবেদন করার জন্য সেকনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Veterinary Science বা সমতুল্য তে ডিগ্রি থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা – WBPSC Veterinary Officer Recruitment Age Limit 2022-23

WBPSC Veterinary Officer Recruitment 2022-23 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য আপনার বয়স 36 বছরের কম হওয়া প্রয়োজন। এখানে 01.01.2022 তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি – WBPSC Veterinary Officer Recruitment 2022-23 Apply Online

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে West Bengal Public Service Commission এর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in এর মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি যদি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে One Time Registration করতে হবে। তারপর লগইন করে অনলাইন আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট – WBPSC Veterinary Officer Recruitment Required Documents

  • বয়সের প্রমাণপত্র।
  • ঠিকানার প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • ছবি।
  • স্বাক্ষর।

আবেদন মূল্য – WBPSC Veterinary Officer Application Fee 2022-23

এখানে আবেদন করার জন্য 160 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST শ্রেণীর পর্থীদের কোনোরূপ আবেদন মূল্য প্রদান নেই।

নিয়োগ প্রক্রিয়া – WBPSC Veterinary Officer Selection Process

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে Veterinary Officer পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরিক্ষায় উত্তীর্ণ পর্থীদের পরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত10.12.2022
আবেদন শুরু19.12.2022
আবেদন শেষশীঘ্রই জানানো হবে

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Dates

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি (Short): Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Group
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে ভেটেরিনারি অফিসার নিয়োগ ২০২২-২৩

WBPSC Recruitment 2022-23 তে কোন পদে নিয়োগ হচ্ছে?

WBPSC Recruitment 2022-23 তে Veterinary Officer পদে নিয়োগ হচ্ছে

WBPSC Veterinary Officer Job Vacancy 2022-23 তে কিভাবে আবেদন করবো?

wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে WBPSC Veterinary Officer Job Vacancy 2022-23 তে আবেদন করতে পারবেন।

WBPSC Veterinary Officer Recruitment 2022-23 এর বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে?

WBPSC Veterinary Officer Recruitment 2022-23 এর বিজ্ঞপ্তির লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে ভেটেরিনারি অফিসার নিয়োগ – 158 টি শূন্যপদ | WBPSC Veterinary Officer Recruitment 2022-23”

Leave a Comment