WBPSC Veterinary Officer Recruitment 2023 Notification: পশ্চিমবঙ্গে পাব্লিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষে থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ মোট ১৫৮টি শূন্যপদে Veterinary Officer নিয়োগ করা হচ্ছে। এখানে সমস্ত বাংলা ভাষা জানা ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। WBPSC Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | West Bengal Public Service Commission (WBPSC) |
---|---|
পদের নাম | Veterinary Officer |
মোট শূন্যপদ | ১৫৮ টি |
বেতন (₹) | ৫৬,১০০ – ১,৪৪,৩০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbpsc.gov.in |
টেলিগ্রাম | Join Here |
টেলিগ্রাম | Join Group |
WBPSC দ্বারা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ নিয়োগ ২০২৩ (WBPSC Veterinary Officer Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ Veterinary Officer পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (WBPSC Veterinary Officer Vacancy 2023)
এখানে সব মিলিয়ে মোট ১৫৮ টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।
শ্রেণী | শূন্যপদের সংখ্যা |
---|---|
UR | ৭৬ টি |
SC | ৩১ টি |
ST | ৮ টি |
OBC A | ১৭ টি |
OBC B | ১২ টি |
PD UR | ১৩ টি |
PD SC | ১ টি |
মোট শূন্যপদ | ১৫৮ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি বিজ্ঞান এবং পশুপালন (BV Sc. &A.H.) বা ভেটেরিনারি বিজ্ঞান (BV Sc.) বা ভারতীয় ভেটেরিনারির প্রথম ও দ্বিতীয় তফসিলে উল্লিখিত অন্য কোনো যোগ্যতা থাকতে হবে। কাউন্সিল আইন 1984 (1984 সালের 52), রাজ্য সরকার বা ভারত সরকারের যেকোনো আইনের অধীনে প্রতিষ্ঠিত একটি ভেটেরিনারি কাউন্সিলের সাথে নিবন্ধন থাকতে হবে এবং বাংলা বা নেপালি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে।
বয়সসীমা (WBPSC Veterinary Officer Recruitment 2023 Age Limit)
এখানে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৩৬ বছর। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
WBS (ROPA) RULES, 2019 এর পে মেট্রিক্স লেবেল ১৬ অনুযায়ী প্রতিমাসে ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (WBPSC Veterinary Officer Recruitment 2023 Apply Online)
আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের কে প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in তে যেতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপর অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আবেদনমূল্য জমা করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখতে হবে।

আবেদন মূল্য (Applycation Fee)
এখানে আবেদন করার জন্য ২১০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। পশ্চিমবঙ্গের SC/ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদনমূল্য জমা দেওয়ার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (WBPSC Veterinary Officer Recruitment 2023 Last Date)
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ২০এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
WBPSC Veterinary Officer Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাকরি প্রার্থীদের পরে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞতি প্রকাশিত | ১৯.১২.২০২৩ |
আবেদন শুরু | ৩০.০১.২০২৩ |
আবেদন শেষ | ২০.০২.২০২৩ |
আবেদন মূল্য প্রদান শেষ (অনলাইন) | ২০.০২.২০২৩ |
আবেদন মূল্য প্রদান শেষ (অফলাইন) | ২১.০২.২০২৩ |
আবেদনপত্র সংশোধন | ০১ – ০৩.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Dates)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: wbpsc.gov.in
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরো পড়ুন ~
- মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৩ – মোট ৪০৮৮৯ টি শূন্যপদ
- ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে নিয়োগ ২০২৩ – মোট ২৮২৬টি শূন্যপদ
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
WBPSC Veterinary Officer Recruitment 2023 – FAQ
WBPSC Recruitment 2023 তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?
WBPSC Recruitment 2023 তে Veterinary Officer পদে নিয়োগ করা হচ্ছে।
WBPSC Veterinary Officer Vacancy 2023-তে আবেদন করার শেষ তারিখ কত?
WBPSC Veterinary Officer Vacancy 2023-তে আবেদন করার শেষ তারিখ হলো ২০এই ফেব্রুয়ারি ২০২৩।
WBPSC Veterinary Officer Recruitment 2023 Notification ডাউনলোড করবো কিভাবে?
উপরে Download PDF তে ক্লিক করে WBPSC Veterinary Officer Recruitment 2023 Notification ডাউনলোড করতে পারবেন।