WBSETCL Recruitment 2023: কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) এর দ্বারা। এখানে মোট ৮১ টি শূন্যপদে Graduate Apprentice এবং Technician Apprentice নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে আগামী ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। WBSETCL Apprentice Recruitment 2023-তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) |
পদের নাম | Graduate Apprentice Technician Appreciate |
মোট শূন্যপদ | ৮১ টি |
বেতন (₹) | ৮,০০০ – ৯,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি (শিক্ষানবিশ) |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbsetcl.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ ২০২৩ (WBSETCL Apprentice Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) এর দ্বারা Graduate Apprentice এবং Technician Apprentice পদে নিয়োগ করা হচ্ছে।
মোট পৃষ্ঠাদর্শন (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ৮১ টি শূন্যপদ রয়েছে। পদ ও শ্রেণী নিয়ে ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচের ছকের মধ্যে দেওয়া হয়েছে।
পদের নাম | UR | SC | ST | OBC-A | OBC-B | মোট শূন্যপদ |
---|---|---|---|---|---|---|
Graduate Apprentice (Electrical) | ০৮ | ০৩ | ০১ | ০২ | ০১ | ১৫ টি |
Technician Apprentice (Electrical) | ৪০ | ১১ | ০৩ | ০৭ | ০৫ | ৬৬ টি |
মোট শূন্যপদ | ৪৮ | ১৪ | ০৪ | ০৯ | ০৬ | ৮১ টি |
কাজের সময়সীমা (Duty Time)
এখানে সোমবার থেকে শুক্রবার সকাল ১০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত কাজ করার সময়। দুপুর ১:৩০ থেকে ২ টা পর্যন্ত ৩০ মিনিটের লাঞ্চ ব্রেক দেওয়া হবে। শনিবার ও রবিবার কাজ বন্ধ বা ছুটি থাকবে।
শিক্ষাগত যোগ্যতা (WBSETCL Apprentice Recruitment 2023 Educational Qualification)
WBSETCL Apprentice Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Graduate Apprentice (Electrical) পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-তে স্নাতক এবং Technician Apprentice (Electrical) পদে আবেদন করার জন্য ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি-তে তিন বছরের ডিপ্লোমা করে থাকা প্রয়োজন।
বয়সসীমা (Age Limit)
WBSETCL Recruitment 2023 Notification অনুযায়ী Graduate Apprentice (Electrical) পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা হল ২২ বছর এবং Technician Apprentice (Electrical) পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা হল ১৮ বছর।
বেতন (Stipend)
ওদের জন্য আলাদা স্টাইপেন্ড রয়েছে। প্রথম পথে প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং দ্বিতীয় পদে প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হোক।
আবেদন পদ্ধতি (Apply Online)
WBSETCL Apprentice Recruitment 2023 এর জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা National Apprenticeship Training Scheme (NATS) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য নিচের পদক্ষেপ গুলি অনুসরণ করুন।

- প্রথমে portal.mhrdnats.gov.in ওয়েবসাইটে যান।
- আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে রেজিস্টার করুন অথবা লগইন করুন।
- এরপর West Bengal State Electricity Transmission Company Limited তে আবেদন করুন।
- নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতকরা মান, বাবার নাম, কাস্ট এবং কোন সালে পাশ করেছেন তা আপডেট করুন।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষণ/প্রিন্ট করে রাখুন।
👉 আবেদন করার আগে অবশ্যই একবার নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখে নেবেন।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোন রকমের আবেদন মূল্য রাখা হয়নি।
আবেদনের শেষ তারিখ (WBSETCL Apprentice Recruitment 2023 Last Date)
এখানে আগামী ৩১ এই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মান এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসের নোটিশটি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৬.০১.২০২৩ |
আবেদন শুরু | ০৬.০১.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Online
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
WBSETCL Apprentice Recruitment 2023 – FAQ
WBSETCL Recruitment 2023-তে কি কি পদে Apprentice নিয়োগ করা হচ্ছে?
WBSETCL Recruitment 2023-তে Graduate Apprentice এবং Technician Apprentice পদে নিয়োগ করা হচ্ছে।
WBSETCL তে Apprentice পদে আবেদনের শেষ তারিখ কত?
WBSETCL তে Apprentice পদে আবেদনের শেষ তারিখ হলো ৩১ জানুয়ারি ২০২৩।
WBSEDCL Apprentice Recruitment 2023 তে আবেদন করবো কিভাবে।
portal.mhrdnats.gov.in ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতি উপরে দেওয়া রয়েছে।