WBSHFWS CHO Recruitment 2023: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনে ১১,০০টি শূন্যপদে কর্মী নিয়োগ – বেতন ২০,০০০ টাকা

WBSHFWS CHO Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি বিরাট সুখবর। West Bengal State Health & Family Welfare Samiti (WBSHFS) এর দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। WBSHFS CHO Jobs Vacancy 2023 তে আবেদন করার জন্য আগ্রহী পার্থী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। WBSHFS CHO Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাWest Bengal State Health & Family Welfare Samiti (WBSHFWS)
পদের নামCommunity Health Officer (CHO)
মোট শূন্যপদ১১,০০টি
বেতন (₹)২০,০০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhealth.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ ২০২৩ (WBSHFWS CHO Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে West Bengal State Health & Family Welfare Samiti (WBSHFWS)-তে কমিউনিটি হেলথ অফিসার (Community Health Officer) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ১১,০০ টি শূন্যপদ আছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।

শ্রেণীশূন্যপদের সংখ্যা
General৫৭২ টি
SC২৩১ টি
ST৬৬ টি
OBC (A)১১০ টি
OBC (B)৭৭ টি
PwD৪৪ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM বা B.Sc নার্সিং বা পোস্ট বেসিক B.Sc নার্সিং করা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

WBSHFWS CHO Recruitment 2023 তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ৪০ বছরের কম হতে হবে।

বেতন (Salary)

West Bengal State Health & Family Welfare Samiti Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রতিমাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (How To Apply)

এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে wbhealth.gov.in ওয়েবসাইটে যেতে হবে অথবা আপনারা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করেও রেজিষ্টেশন করতে পারবেন। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞতিটি ডাউনলোড করে ভালো করে পড়তে হবে।

WBSHFS CHO Recruitment 2023

আবেদন মূল্য (Application Fee)

এখানে জেনারেল ক্যাটাগরির পর্থীদের জন্য ১০০ টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির পর্থীদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ (Last Date)

আগ্রহী ও যোগ্য পর্থীদের এখানে ৯ এই জানুয়ারি ২০২৩ এর আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

গুরুত্বপর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০.১২.২০২২
আবেদন শুরু০৩.০১.২০২৩
রেজিষ্টেশন শেষ০৯.০১.২০২৩
আবেদন শেষ১৫.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment