WBUAFS Recruitment 2023: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পশু ও মৎস্য চাষ দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ২৫,০০০/- টাকা

WBUAFS Recruitment 2023: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পশু ও মৎস্য চাষ দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল এন্ড ফিশেরি সায়েন্স (WBUAFS)-এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে মোট চারটি শূন্যপদে Project Assistant এবং Young Professional II নিয়োগ করা হবে। এটি কোনো স্থায়ী চাকরি হবে না, পুরোপুরি চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। WBUAFS Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাWest Bengal University Of Animal And Fishery Sciences (WBUAFS)
পদের নামProject Assistant ও Young Professional II
মোট শূন্যপদ০৪ টি
বেতন (₹)২২,০০০ – ২৫,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থাননাদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এবং দক্ষিণ দিনাজপুর
ওয়েবসাইটwbuafscl.ac.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

WBUAFS Recruitment 2023

পদের নাম (Post Name)

WBUAFC Recruitment 2023 : এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রকল্প সহকারী এবং তরুণ পেশাদার -II পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

WBUAFC Recruitment 2023 : অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট ৪ টি শূন্যপদে (WBUAFC ) এ নিয়োগ করানো হবে। কোন পদে কত শূন্যপদ সেটা নিচের ছকে আলোচনা করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
প্রকল্প সহকারী১ টি
ইয়ং প্রফেশনাল -II৩ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

WBUAFC Recruitment 2023 : এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রকল্প সহকারী এবং তরুণ পেশাদার -II পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে MVSc, M.Sc সম্পূর্ণ করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। WBUAFC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বয়সের হিসেব ধরা হবে ৬ মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

WBUAFC Recruitment 2023 : এ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে কত টাকা বেতন দেওয়া হবে সেটা নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।

পদেরবেতন (₹)
প্রকল্প সহকারী২২,০০০/- টাকা
ইয়ং প্রফেশনাল -II২৫,০০০/- টাকা

আবেদন পদ্ধতি (Apply Process)

WBUAFS Recruitment 2023

WBUAFC Recruitment 2023 : যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন। তারপরে প্রার্থীরা সেই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। পূরণ করা ফর্মটি সাথে বয়স, যোগ্যতা এবং রঙিন পাসপোর্ট আকারের ছবি সাথে নিয়ে ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ – এর স্থান

Raja Ram Kohil Marg, Geeta Colony, New Delhi, Delhi 110031

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • ঠিকানার প্রমাণপত্র
  • কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অভিজ্ঞতার সার্টিফিকেট

আবেদন মূল্য (Application Fee)

যেহেতু এটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই এখানে কোনো আবেদনমূল্য নেই। আরও বিস্তারিত জানতে WBUAFC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

WBUAFC – এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সরাসরি ইন্টারভিউ এর দিন আপনাকে আবেদন ফর্ম জমা দিতে হবে এবং সেই দিনই আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে ০৬.০৩.২০২৩ তারিখে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

WBUAFC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২০.০২.২০২৩
ইন্টারভিউ০৬.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment