WBUT Recruitment 2022: মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, পশ্চিমবঙ্গ তে ছাত্র কল্যাণ পরিচালক (Director Of Students Welfare) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। আগ্রহী পার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 9 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে। এখানে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন, এই বিষয়ে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | WBUT Recruitment 2022 |
পদের নাম | Director Of Students Welfare |
মোট শূন্যপদ | বিভিন্ন |
আবেদন মোড | অফলাইন |
স্থান | নদীয়া, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | makautwb.ac.in |
WBUT Recruitment 2022 Vacancy Details
পদের নাম – Post Name
এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো ছাত্র কল্যাণ পরিচালক (Director Of Students Welfare)।
শিক্ষাগত যোগ্যতা – Education Qualification
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন কারার জন্য চাকরি পার্থীকে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে 55% নম্বর সহ মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে।
মোট শূন্যপদ – Total Vacancy
WBUT Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ সম্পর্কে কিছু তথ্য উল্লেখ নেই।
আবেদন পদ্ধতি – How To Apply WBUT Recruitment 2022
- প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন, আপনি এই পদের জন্য যোগ্য কি না।
- আপনি যদি যোগ্য পার্থী হয়ে থাকেন তাহলে নিজের সমস্ত বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এর কপি একসঙ্গে যুক্ত করুন।
- এরপর ওগুলি একটি খামের মধ্যে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।
- আপনি চাইলে ই-মেইল এর মাধ্যমেও পাঠাতে পারেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা
“The Registrar, Maulana Abul Kalam Azad University of Technology, NH 12,
Haringhata, Post Office – Simhat, Police Station – Haringhata, Nadia-741249.”
এছাড়া ই-মেইল এর মাধ্যমে পাঠাতে চাইলে ই-মেইল এর সাবজেক্টে Application for the post of Director of Students Welfare (contractual) লিখে পাঠিয়ে দিন registrar.haringhata@gmail.com -এই ই-মেইল অ্যাড্রেসে।
আবেদনের শেষ তারিখ – Application Last Date
আগ্রহী পার্থী এখানে 9 সেপ্টম্বর 2022 তারিখ পর্যত আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া – WBUT Recruitment 2022 Selection Process
এখানে আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 22.08.2022 |
আবেদন শুরু | 22.08.2022 |
আবেদন শেষ | 09.09.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: makautwb.ac.in
- আমাদের টেলিগ্রাম: Join Here Free
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
WBUT Recruitment 2022 – FAQ

WBUT Recruitment 2022 তে আবেদন শুরু কত তারিখ?
WBUT Recruitment 2022 তে আবেদন শুরু 22 আগষ্ট 2022 তারিখ।
WBUT Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ কত?
WBUT Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ হলো 9 সেপ্টেম্বর 2022.
WBUT Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড কিভাবে করবো?
WBUT Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তির PDF ফাইল ডাউনলোড করতে পারবেন।