Your Page!
কেন্দ্র সরকার দ্বারা একটি নতুন প্রকল্পের ঘোষনা করা হয়েছে। যার মান অগ্নীপথ প্রকল্প
এই প্রকল্পের মাধ্যমে ভারতের যুবক দের ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হবে
আগ্নীপথ প্রকল্পের মাধ্যমে নিযুক্ত সেনা দেরকে অগ্নিবীর বলা হবে।
শূন্য পদ ~ এখানে প্রতিবছর প্রায় 40-50 হাজার সেনা নিয়োগ করা হবে।
বেতন ~ অগ্নিবিরদের বেতন হবে 30-40 হাজার টাকা প্রতি মাসে।
বয়স সীমা ~ 17-21 বছর। 2022 সালের জন্য বয়স ছাড় থাকতে পারে
আরো বিস্তারিত জানতে আরো পড়ুন এ ক্লিক করুন
সমস্ত সরকারি চাকরির খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত হন