IBPS RRB তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2022। মোট শুন্য পদের সংখ্যা ৮০০০ এরও বেশি
পদের নাম ~ এখনে মোট ৪ টি পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্টেন্ট, RRB 1, RRB 2 এবং RRB 3
শূন্যপদ ~ ভারতীয় গ্ৰামীণ ব্যাংকে সবমিলিয়ে 8000 হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা ~ যেকোনো বিয়য়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই এখানে আবেদন করতে পারবেন।
বয়স সীমা ~ ১৮ - ৪০ বছর। প্রতিটি পদের জন্য আলাদা বয়স সীমা রয়েছে। বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন 👇
বেতন ~ এখানে প্রতিমাসে 35,500 থেকে 75,100 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে
আবেদন পদ্ধতি ~ আবেদন পদ্ধতি জানার জন্য নিচে 'আরো পড়ুন »' লেখতে ক্লিক করুন।