পশ্চিমবঙ্গে WEBCSE তে নিয়োগ এর বিজ্ঞপ্তি ২০২২ | West Bengal WEBCSE Recruitment 2022

পশ্চিমবঙ্গের WEBCSE তে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে অনেক গুলি শূন্য পদ রয়েছে। এখানে অনেক গুলি শূন্য পদে নিয়োগ করা হবে। আপনার যদি পশ্চিমবঙ্গের বাসিন্ধা হয়ে থাকেন, এবং WEBCSE চাকরি করতে আগ্রহী পার্থী হয়ে থাকেন তাহলে এখানে চাকরির বিরাট রড় সুবিধা রয়েছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন কো- অপারেটিভ ব্যাংকের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে । আপনার যদি 23টি জেলার যে কোন স্থানের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন শুরু করা হয়েছে এবং,এখানে আবেদন চলবে 21-01-2022 তারিখ পর্যন্ত। আপনার যদি এই চাকরি আগ্রহী পার্থী হয়ে থাকেন তাহলে পুরো পোস্টি ভালো করে পড়ুন, নিচে বিস্তারিত উল্লেখ করা রয়েছে।

পশ্চিমবঙ্গে WEBCSE তে নিয়োগ এর বিজ্ঞপ্তি ২০২২

সুন্যাপদ – এখানে সকল পদগুলি মিলে মোট ২৩ টি শূন্য পদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতন – প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছ প্রতিটি পদের জন্য কত টাকা করে বেতন রয়েছে তা নিচে দেওয়া রয়েছে ।

  • গ্রেড 2 স্কেল 2 অফিসার – ₹ 68,703.00
  • গ্রেড 2 ম্যানেজার – ₹ 43,024.00
  • স্কেল 1 অফিসার – ₹ 28,532.00
  • জুনিয়র মার্কেটিং- ₹ 37, 415.00
  • জুনিয়র প্রকিউরমেনট অফিসার – ₹ 37,415.00
  • মার্কেটিং অফিসার – ₹ 49,490.00
  • প্রকিউরমেনট অফিসার – ₹ 49,490.00
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ₹ 46,385.00

বয়স – এখানে যদি আপনারা কেউ চাকরি করতে চান তাহলে আপনার বয়ার অবশ্যই 18 থেকে 40 বছর হতে হবে। আপনার যদি SC /ST/ OBC চাকরি পার্থী হয়ে থাকেন তাহলে আপনার 5 বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা – এখানে যে কোন পদের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে।

আবেদন পদ্ধতি – এখানে আপনারাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদন করা সময় আপনার অবশ্যই একটি ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিতে হবে। আবেদন পত্রের সঙে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার নাম্বার ও বিভিন্ন তথ্য  সঠিক ভাবে দিতে হবে । আবেদন করার সময় আপনাকে নিজের দেওয়া ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে – মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার বাঁ হাতের Thumb lmpression।

নিয়োগ পদ্ধতি – এখানে প্রথম আপনা কে  অনলাইনের পরীক্ষা দিতে হবে।এখানে সমস্ত প্রশ্ন MCQ টাইপের থাকবে। এবং বাংলা, ইংরেজি, অংক, জেনারেল নলেজ ও রিজনিং বিষয়ের থেকে প্রশ্ন থাকবে। পরীক্ষাটি ১৫০ নম্বরের হবে এবং ২ ঘণ্টা সময়সীমা থাকবে। এই পরীক্ষাটি পাস করার পর আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারিউতে পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে এবং চাকরিতে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )

বিজ্ঞপ্তি প্রকাশিত – ২২ ডিসেম্বর, ২০২১

আবেদন শুরু – ২২ ডিসেম্বর, ২০২১

আবেদন শেষ – ২১ জানুয়ারি, ২০২২

প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )

অফিসিয়াল নোটিস –  Click Here

আবেদন লিঙ্ক – Click Here

অফিসিয়াল য়েবসাইটে – Click Here

আমাদের টেলিগ্রাম – Click Here

আরো পড়ুন – বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2022 | West Bengal Government Jobs 2022

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment