পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ প্রকল্পে কর্মী নিয়োগ | West Bengal GRS Recruitment 2022

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য 100 দিনের কাজ প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকে 100 দিনে কাজের কর্মী নিয়োগ করা হবে (MGNERGS) গ্ৰাম রোজগার সহায়কা (GRS) পদে। এখানে যে কোন স্থানে বাসিন্দা হলেই চাকরি করার সুযোগ পাবেন।যে সমস্ত চাকরিপ্রার্থীরা সরাকারি চাকরি খোঁজ করছেন তারা অব্যশই এই খবরটি সম্বম্বে বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এই গ্ৰামে সকল পুরুষ ও মহিলা রোজগার সাহায়ক পদে চাকরি প্রার্থীরা আবেদন যোগ্য। নিচে চাকরি সম্বম্বে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে থেকে ভালো করে জেনে নিতে পারেন।

প্রতিষ্ঠানরানীবাঁধ B.D.O অফিস
পদের নামগ্ৰাম রোজগার সহায়ক (GRS)
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক পাস
আবেদন শেষ27/04/2022
শূন্যপদ
স্থানবাঁকুড়া, পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে গ্ৰাম রোজগার সহায়ক নিয়োগ | WB GRS Recruitment

পদের নাম ~ চাকরি প্রার্থীদের 100 দিনের কাজ প্রকল্পে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- গ্ৰাম রোজগার সহায়ক (GRS)।

শিক্ষাগত যোগ্যতা ~এ খানে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

বয়সসীমা~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন ~ সমস্ত চাকরি প্রার্থীদের প্রতিমাসে 12000/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ~ চাকরি প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 27/04/2022 তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতি ( GRS Apply Process)

আবেদন পদ্ধতি ~এখানে অফলাইনের সুবিধা রাখা হয়েছে। আবেদনপত্রটি নিচে দেওয়া অফিশিয়াল ‌নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন, সেটি প্রিন্ট আউট করে সঠিক ভাবে পূরণ করে এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর কপি যুক্ত করে, খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানা পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট যুক্ত করবেন ~

  • জন্ম সার্টিফিকেট/মাধ্যমিকের এডমিট কার্ড।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
  • ভোটার কার্ড।
  • কম্পিউটার প্রশিক্ষণের স্টাটিফিকেট 5(ছয়) মাসের।
  • রেশন কার্ড/আধার কার্ড/অন্য কোন সরকারি নথিপত্র
  • রুপি ডাকটিকিট সহ দুটি স্ব-পরিচিত খামে (পেস্টাল স্ট্যাম্প)যার মূল্য প্রতোকটি 5.00 টাকা।
  • আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~The Programme Officer and Block Development Officer,Ranibandh, Bankura.

নিয়োগ পদ্ধতি (GRS Selection Process)

নিয়োগ পদ্ধতি ~যেহুতু এখানে কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই ম্যারিড উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।লিস্ট তৈরি করা হবে ম্যারিড উপর ভিত্তি করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Importent Dates & Links)

বিজ্ঞপ্তি প্রকাশিত18.04.2022
আবেদন শুরু18.04.2022
আবেদন শেষ27.04.2022

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment