বর্তমানে পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি কেবলমাত্র পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে যেকোনো ৮ পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।এই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের কৃষিবিদ্যালয় থেকে প্রকাশ হয়েছে। এখানে গ্রুপD পদে সীমিতসংখ্যক ছেলে মেয়ে নিয়োগ করা হবে। তাই বেশি সময় নষ্ট না করে সমস্ত তথ্য জেনে নিয়ে তাড়াতাড়ি আবেদন করুন। আবেদনকারীর যেকোনো ফার্ম, স্টোর অথবা অফিস থেকে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো সুযোগ থাকবে।
প্রকল্পের নাম | কৃষি বিশ্ববিদ্যালয় |
পদের নাম | এটেন্ডেন্ট(Attendant) |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা | ৮ পাস |
আবেদন শুরু | Already Started |
আবেদন শেষ | 30th December, 2021 |
শূন্য পদ | ০৪টি |
চাকরির স্থান | পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে |
পশ্চিমবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ে এটেন্ডেন্ট(Attendant)পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা ~
বয়স সীম~
শূন্য পদ ~ এখানে সীমিতসংখ্যক মাত্র ০৪টি পদ রয়েছে।
বেতন ~
এই পদের জন্য ৯০০০টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ~30th December, 2021
আবেদন ফী ~
এই পদের আবেদন করার জন্য আবেদন ফী -এর প্রয়োজন নেই। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখে নিন নীচে লিঙ্গ দেওয়া হয়েছে।
আবেদন করার পদ্ধতি (How To Apply)~
আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে, যেমনটি উপরে পোস্টের বিবরণে দেখানো হয়েছে এবং সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা পদের জন্য আবেদন করার আগে মানদণ্ড। আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র আপনি যদি মাধ্যমিক পাশ করেছেন তাহলে তার সার্টিফিকেট, জন্ম পরিচয় পত্র (মাধ্যমিকের এডমিট কার্ড) ,কাস্ট সার্টিফিকেট (যাদের আছে),রেসিডেন্সিয়াল প্রুফ(আধার/ভোটার কার্ড), এই সব ডকুমেন্টের জেরক্স করে A4 পেপারে বায়োডাটা আকারে একটি ফর্ম বানিয়ে নিতে হবে এবং Venue: Academic Building, College of Agriculture, Uttar Banga Krishi Viswavidyalaya, Majhian, P.O. Patiram, Dist. Dakshin Dinajpur, Pin-733133 এই ঠিকানাকে উদ্দেশ্য করে লিখতে হবে। এগুলিকে সেলফ এটেস্টেড করে নিয়ে যেতে হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process)~
এই পদের নিয়োগ কোনো পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে না।এটি কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।Academic Building, College of Agriculture, Uttar Banga Krishi Viswavidyalaya, Majhian, P.O. Patiram, Dist. Dakshin Dinajpur, Pin-733133 -এই ঠিকানাতে ইন্টারভিউ নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)~
আবেদন শুরু~Already Started
আবেদন শেষ~30th December, 2021