West Bengal Librarian Recruitment 2022: পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করতে পারবে যদি চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে। এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের লাইব্রেরিয়ান গ্ৰুপ সি পদে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই নিচে দেওয়া চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | ANNEXURE III |
পদের নাম | লাইব্রেরিয়ান |
শিক্ষাগত যোগ্যতা | গ্রাজুয়েট |
বেতন | (₹) 32,100 – 82,900/- |
মোট শূন্য পদ | 5 টি |
আবেদন শেষ তারিখ | 15.07.2022 |
স্থান | পশ্চিমবঙ্গ |

পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান নিয়োগ 2022 (West Bengal Librarian Recruitment 2022)
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের লাইব্রেরিতে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স ও গ্ৰাজুয়েশন পাস। এছাড়াও চাকরি প্রার্থীদের কম্পিউটার সম্পর্কে অজ্ঞিগতা থাকতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীরা 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে চাকরি পাবেন।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।SC/ST ক্যাটাগরির চাকরি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন এবং OBC ক্যাটাগরির চাকরি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।
বেতন ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে পে লেবেল অনুযায়ী প্রতিমাসে 32,000/- টাকা থেকে 82,900/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে বেসিক পে দেওয়া হবে 32 হাজার টাকা এবং Gross পে পেয়ে যাবেন 37 হাজার টাকা।
WB Librarian Recruitment 2022 – আবেদন পদ্ধতি
যে সমস্ত চাকরি প্রার্থীএখানে আবেদন করতে আগ্রহী তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে চাকরি প্রার্থীরা আবেদনপত্রটি অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ভালো করে পূরন করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করবেন। তারপর চাকরি প্রার্থীরা আবেদনপত্র টি খামে ভরে নিচে দেওয়া ঠিকানা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
- মাধ্যমিকের এডমিট কার্ড
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- বয়সে প্রমানপএ
- কম্পিউটারের প্রাথমিক জ্ঞানে সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- পাসপোর্ট সাইজের ফটো কপি
আবেদন শেষ তারিখ ~ ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 20/06/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 15/07/2022 তারিখ পর্যন্ত।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ~ The District Library Officer, Paschim Medinipur, Officer of the District Library Officer,At-DRDA Building (2nd floor),Zilla Parishad compus,Midnapore – 721101
নিয়োগ পদ্ধতি ~
এখানে চাকরি প্রার্থীদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে অফিশিয়াল নোটিফিকেশন কিছু উল্লেখ করা হয়নি।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 20.06.2022 |
আবেদন শুরু | 20.06.2022 |
আবেদন শেষ তারিখ | 15.07.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- অগ্নিপথ প্রকল্প: অগ্নিবির নিয়োগের বিজ্ঞপ্তি
- ভারতীয় রেল বিভাগে 1.5 লক্ষ্য কর্মী নিয়োগের ঘোষণা
1 thought on “পশ্চিমবঙ্গের লাইব্রেরীতে গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | West Bengal Librarian Recruitment 2022”