পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে আবার শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সরকারি স্কুলে কোনো রকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি ও গার্ড এর পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা এই পদের জন্য যোগ্য ও যোগ্য পার্থী কিভাবে এখানে আবেদন করবেন, জানার জন্য পুরো খবরটি ভালোকরে পড়ুন। নিচে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে।
সংস্থা | Office Of The District Inspector Of School |
পদের নাম | বিভিন্ন বিষয়ের শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি এবং গুর্ডস |
যোগ্যতা | হনার্স/PG/পাস গ্রাজুয়েট |
আবেদন শেষ | 28/04/2022 |
স্থান | দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ |
West Bengal Guest Teacher & Non Teaching Post Recruitment
পদের নাম ~ Guest Teacher, Group-C, Group-D and Guard
শিক্ষাগত যোগ্যতা ~ হনার্স/PG/পাস গ্রাজুয়েট। Teaching এবং Non Teaching পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
শূন্যপদ ~ এখানে সব মিলে মোট 19 টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা ~ এখানে আবেদন করার জন্য আপনার বয়স ৬২ বছরের কম হবা প্রয়োজন।
আবেদনের শেষ তারিখ ~ এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 28 ও 29 সে এপ্রিল। শিক্ষক পদের জন্য 28 সে এপ্রিল ও অন্যান্য পদের জন্য 29 সে এপ্রিল আবেদন করার শেষ তারিখ।
আবেদন মূল্য ~ এখনো কোনো রকম আবেদন মূল্যের কথা উল্লেখ্য করা হয়নি।
আবেদন পদ্ধতি (West Bengal Guest Teacher & Non Teaching Jobs apply Process)
এখানে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর দিন সেখানে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে পাস করলেই চাকরি পেয়ে যাবেন। নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ স্থলে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউর তারিখ ~
- শিক্ষক পদের জন্য আবেদনকারী দের 28/04/2022 তারিখ ইন্টারভিউ নেওয়া হবে।
- গ্রুপ সি, গ্রুপ ডি এবং গার্ড পদে আবেদনকারিদের 29/04/2022 তারিখ ইন্টারভিউ নেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট ~
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
- মাধ্যমিক এর অ্যাডমিট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আধার কার্ড বা ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো
- বায়োডাটা
- PPO
ইন্টারভিউ এর তারিখ এই সব ডকুমেন্ট নিয়ে অফিসিয়াল নোটিসে দেওয়া স্থানে যেতে হবে। অফিসিয়াল নোটিস এর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Importent Dates & Links)
গুরুত্বপূর্ন তারিখ~
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১২.০৪.২০২২ |
ইন্টারভিউ | ২৮ ও ২৯.০৪.২০২২ |
প্রয়োজনীয় লিঙ্ক ~
আরো পড়ুন ~