আপনারা যাঁরা Work From Home Job খুঁজছেন তাঁদের জন্য আজকের এই আর্টিকেল টি গুরুত্বপূর্ণ। পড়াশোনা এবং বাড়ির কাজ করার পাশাপাশি পুরো দিনে মাত্র ২-৩ ঘন্টা সময় দিলেই মাসে ১০০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আজকের এই আর্টিকেল এ মোট ৫ টি Work from home / Part time job এর ব্যাপারে আলোচনা করবো।

১) ফ্রিল্যান্সিং :-
বর্তমানে বাড়িতে বসে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। শুধুমাত্র আমার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কাজটি করতে পারবেন। Housewife অথবা Student প্রত্যেকেই কাজটি খুব সহজেই করতে পারবে। ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই স্মার্টফোনের যাবতীয় কিছু ভালোভাবে জেনে রাখতে হবে। ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। যেই গুলোতে একাউন্ট তৈরী করেই আপনি কাজ শুরু করে টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি রেজিস্ট্রেশন করলে হয়তো আপনার ID হ্যাক হতে পারে। সেই সব ওয়েবসাইট থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আমি আপনাদের বেশ কয়েকটা ওয়েবসাইট এর নাম বলে দিচ্ছি, যেই ওয়েবসাইট গুলো সার্টিফাইড এবং খুব সহজেই ইনকাম করে টাকা আপনার ব্যাংকে নিতে পারবেন।
- Microworkers
- Fiverr
- Upwork Inc
- Freelancer
- Flexjobs
- Truelancer
২) ভিডিও এডিটিং :-
ভিডিও এডিটিং একটু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ভালোভাবে ভিডিও এডিটিং শিখে রাখতে পারেন তাহলে আপনি বিভিন্ন কোম্পানি থেকে তাঁদের ভিডিও এডিটিং এর জন্য কাজ পেতে পারেন। অনেক এমন কোম্পানি, সংস্থা, অনলাইন ক্লাস / কোর্স ইত্যাদি আপনাকে কাজের অফার করবে। আপনি বাড়িতে বসেই তাঁদের কনটেন্ট গুলো কে তাঁদের নির্দেশ মতো সাজিয়ে সুন্দর ভাবে একটা ভিডিও রেডি করে আবার তাঁদের দিলেই আপনার কাজ শেষ। এর পরবর্তী আপনাকে তাঁরা খুব ভালো পরিমানে টাকা পেমেন্ট করবে । তাছাড়া অনেক সময় দেখা যাই অনেক ইউটুব চ্যানেল ভিডিও এডিটিং এর জন্য কর্মী নিয়োগ করে সেখানে আপনি এডিটিং কাজ আগে থেকে জেনে থাকলে আপনি কাজটি খুব সহজেই পেয়ে যাবেন।
৩) কাস্টমার সার্ভিস :-
বিশেষ করে মহিলাদের জন্য এই কাজটি কে বেশি অফার করা হয়। আপনি আপনার মাতৃভাষা ছাড়াও আর বেশ কিছু ভাষা যেমন – হিন্দি, ইংরেজি, তেলেগু ইত্যাদি জানেন তাহলে আপনারা বিভিন্ন কোম্পানির কাস্টমার সার্ভিস হিসেবে কাজ করতে পারবেন। বাড়িতে বসে কাস্টমার দের সাথে কথা বলে তাঁদের সমস্যার সমাধান করে দেওয়াই মূল কাজ। বিভিন্ন lockdown এর সময় বেশির ভাগ কোম্পানি তাঁদের স্টাফ দের Work from home কাজ করিয়েছেন। কিন্তু সেই পদ্ধতি এখনো বজায় আছে।
৪) ডাটা এন্ট্রি :-
আপনার কি টাইপিং স্পিড খুব বেশি বা আপনি টাইপিং করতে খুব ভালোবাসেন তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজটি করতে পারবেন। এই কাজ টি করার জন্য অবশ্যই আপনাকে টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট এক্সেল জানা থাকতে হবে। কম্পিউটার এর সাধারণ নলেজ থাকলেই আপনি কাজtটি পেতে পারেন। মূলত বিভিন্ন কোম্পানি তাঁদের ডাটা গুলো একটা লিস্ট আকারে বা পিডিএফ আকারে সেভ রাখার জন্য স্টাফ নিয়োগ করে। এই কাজটি ঘরে বসেই কম্পিউটার / ল্যাপটপ / স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই করা যাবে। ডাটা এন্ট্রি কাজের খোঁজ করার জন্য আপনি বড়ো বড়ো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।
৫) অনলাইন ক্লাস :-
এই কাজটি হয়তো সবার দ্বারা হবে না। তবুও যদি আপনার পড়ানোর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব ভালো একটা ইনকাম এখান থেকে করতে পারবেন। আপনি চাইলেই একটি গ্রুপ ওপেন করে সেখানে চাকরি প্রার্থী অথবা মাধ্যমিক / উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস করিয়ে ইনকাম করতে পারবেন। যদি আপনি ভিডিও এডিটিং অথবা স্মার্টফোন এর ব্যাপারে ভালোভাবে জানা থাকে তাহলে আপনি চাইলেই একটি ইউটুব চ্যানেল ওপেন করে সেখানে ভিডিও আপলোড করে মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন।
উপরের উল্লিখিত সমস্ত Part Time Job গুলির আরো বিস্তারিত তথ্য যেমন, কিভাবে শুরু করবেন এবং কাজ করার পদ্ধতি সম্পর্কে খুব শীঘ্রই আপডেট করা হবে। আপনারা যদি জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হন। লিঙ্ক নিচের ছকে দেওয়া হয়েছে।