বেকার ভাতা বা যুবশ্রী অনলাইন আবেদন করার পদ্ধতি | Bekar Bhata or Yuvashree Prakalpa Online Apply 2023

Bekar Bhata or Yuvashree Prakalpa Online Apply 2023: পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) শুরু করা হয়েছিল। এটিকে অনেকে “বেকার ভাতা” বা “যুব উৎসাহ ভাতা” নামে জেনে থাকে। এই প্রকল্পে বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হয়।

অনেক এই প্রকল্পের জন্য আবেদন করে কিন্তূ সবাই টাকা পাই না। তার কারণ হচ্ছে তারা নিয়ম অনুযায়ী আবেদন করেন। আবেদন করার সঠিক নিয়ম কি, কি কি ডকুমেন্ট দরকার, আপনি কি ভাবে আবেদন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিভাবে নিচে উল্লেখ করা রয়েছে 

যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা কী ? (What Is Yuvashree Prakalpa Or Bekar Vata)

যুবশ্রী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এর একটি প্রকল্প। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের উদ্দেশ্যে শুরু করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেসব ছেলে বা মেয়ে পড়াশুনা করে বেকার রয়েছে কোনো চাকরি বা কাজ পায়নি তাদেরকে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে।

প্রকল্পের নাম Yuvashree Prakalpa (বেকার ভাতা)
রাজ্যপশ্চিমবঙ্গ
সুবিধাপ্রতি মাসে ১৫০০ টাকা ভাতা
আবেদনঅনলাইন ও অফলাইন উভয়

আরো পড়ুন – ই শ্রম কার্ড অনলাইন আবেদন করার পদ্ধতি। ই শ্রম কার্ডের সুবিধা ও অসুবিধা

যুবশ্রী প্রকল্পের সুবিধা (Yuvashree Prakalpa Benifits)

এই প্রকল্পের মাধ্যমে যে সব ছেলে বা মেয়ে পড়াশুনা করে কোনো কাজ পায়নি বেকার বসে আছে। তাদেরকে প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হয়। এবং ই মেল বা ম্যাসেজের মাধ্যমে নতুন নতুন চাকরির নোটিস দেওয়াহয়।

করা যুবশ্রী প্রকল্পের জন্য আবেন করতে পারবে (Yuvashree Prakalpa Eligibility)

যুবশ্রী বা বেকার ভাতা -এর জন্য আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্ধা হতে হতে হবে। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা আবেদন করতে কি কি প্রয়োজন ?

এই প্রকল্পে আবেদন করার জন্য যে যে কাগজপত্র লাগবে তার একটি তালিকা নিচে রয়েছে।

  1. ভোটার কার্ড।
  2. আধার কার্ড।
  3. ব্যাংক অ্যাকাউন্ট।
  4. পাসপোর্ট সাইজ ফটো।
  5. একটি বায়োডাটা ( CV )।
  6. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )।
  7. শিক্ষাগত প্রমাণ ( Result, Admit Card)।

যুবশ্রী বা বেকার ভাতা অনলাইন আবেদন ২০২৩ (Bekar Bhata or Yuvashree Prakalpa Online Apply)

যুবশ্রী প্রকল্প আবেদন করার জন্য প্রথমে আপনাকে “এমপ্লয়মেন্ট ব্যাংকে” রেজিষ্টার করতে হবে।

 যুবশ্রী প্রকল্প অনলাইন আবেদন করার পদ্ধতি নিচে খুব সহজ ভাবে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা রয়েছে।

স্টেপ-১: আপনি প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যান (https://employmentbankwb.gov.in)। তারপর “New Enrolment Job Seeker” -এ ক্লিক করুন।

Yuvashree Prakalpa Online Apply 2021

স্টেপ-২:  পুরো টা পড়ে নিন তারপর নিচের চেক বক্স এ টিক চিহ্ন দিয়ে “Accept & Continue” তে ক্লিক করুন। ( নিচের ছবিটির ১ নং বক্সটিতে টিক দিন এবং ২ নং বক্সে ক্লিক করুন )

Yuvashree Prakalpa Online Apply 2022

স্টেপ-৩: তারপর যে ফ্রম টি খুলবে সেটি সঠিক ভাবে পূরণ করুন। নিজের পার্সোনাল ইনফরমেশন, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ভাষা, শারীরিক পরিমাপ, CV, কাজের অভিজ্ঞতার তথ্য এবং আপনি চাইলে কিছু অতিরিক্ত তথ্য দিয়ে নিচের ক্যাপচার টি ফিল করুন (ছবিতে ১ নং)। তারপর নিচের চেক বক্সে (ছবিতে ২ নং) টিক দিয়ে “Submit” -এ ক্লিক করুন(ছবিতে ৩ নং)।

বেকার ভাতা অনলাইন আবেদন

স্টেপ-৪: এরপর আপনি একটি PDF ফাইল পাবেন। সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট বেরকরে নিন।

স্টেপ-৫: এই প্রিন্ট আউট এবং উপরে উল্লেখিত ডকুমেন্ট এর জেরক্স কপি নিয়ে ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে দিন।

স্টেপ-৬:  সেখানে আপনাকে একটি আইডি ও পাসওয়ার্ড দিবেন। এটির সাহায্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইটে লগইন করে আপনার প্রোফাইল আপডেট করতে পারেন। এবং আবেদন করতে পারেন।

স্টেপ-৭:  এরপর আপনার আবেদনটি যদি মঞ্জুর হয় তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হবে।

Yuvashree Prakalpa Contact Details

হেল্পলাইন নম্বর – 033-22376300

Email id – employment_bank_wb@wb.gov.in

Official Website – https://employmentbankwb.gov.in/index.php

এই পোস্টটিতে আমরা যুবশ্রী প্রকল্প কী? তা নিয়ে আলোচনা করেছি এই প্রকল্পের সুবিধা এবং আবেদন পদ্ধতি উল্লেখ করেছি।

উপসংহার ~

এই নিবন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা, করা আবেদন যোগ্য এবং কিভাবে আবেদন করবেন তা উপরে উল্লেখ করা হয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান, আমরা যত তাড়াতাড়ি সম্ভব উওর দেওয়ার চেষ্টা করবো।

এই ধরনের আরও অন্যান্য সরকারি প্রকল্প ও সরকারি চাকরির খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

হোয়াটসঅ্যাপJoin Group
টেলিগ্রামJoin Here

1 thought on “বেকার ভাতা বা যুবশ্রী অনলাইন আবেদন করার পদ্ধতি | Bekar Bhata or Yuvashree Prakalpa Online Apply 2023”

Leave a Comment