কলকাতার পৌরসভায় কর্মী নিয়োগ চলছে, প্রতিমাসে ২৬ হাজার টাকা বেতন। জেনেনিন কিভাবে আবেদন করবেন

No Comments

Photo of author

By banglaportal.in

KMC Accountant-I Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৭ টি শূন্যপদ Accountant-I পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাKolkata Municipal Corporation (KMC)
পদের নামAccountant-I
মোট শূন্যপদ১৭ টি
বেতন (₹)২৬,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানকলকাতা
ওয়েবসাইটkmcgov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কলকাতার পৌরসভায় কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Accountant-I

মোট শূন্যপদ

KMC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৭ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করে থাকতে হবে এবং প্রার্থীদের বানিজ্য বিষয়ে স্নাতক পাস করে থাকতে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখুন।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে Accountant-i পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society, CMO Building.5, S.N.Banerjee Road, Kolkata 700013

আবেদনের শেষ তারিখ

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৬.০৮.২০২৩
আবেদন শুরু০১.০৯.২০২৩
আবেদন শেষ০৯.০৯.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: kmcgov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a comment