সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ, NIT দুর্গাপুরে গেষ্ট কোচ পদে কর্মী নিয়োগ

No Comments

Photo of author

By banglaportal.in

NIT Durgapur Guest Coach Recruitment 2023: দূর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এর পক্ষ থেকে গেষ্ট কোচ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৫ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতি ঘন্টায় ১৭৫/- টাকা দেওয়া হবে। এখানে আবেদন করা জন্য কোন রকম আবেদন মূল্যের প্রয়োজন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাNIT Durgapur
পদের নামGuest Coach
মোট শূন্যপদ১৫ টি
বেতন (₹)প্রতি ঘন্টায় ১৭৫/-
আবেদন মোডইন্টারভিউ
স্থানদূর্গাপুর
ওয়েবসাইটnitdgp.ac.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

NIT দুর্গাপুরে গেষ্ট কোচ নিয়োগ ২০২৩

পদের নাম

দূর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT Durgapur) এর পক্ষ থেকে Guest Coach পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ

NIT দূর্গাপুরের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৫ টি শূন্যপদ নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করা জন্য আবেদনকারী যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে।

বেতন

এখানে গেষ্ট কোচ পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি ঘন্টায় ১৭৫/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দূর্গাপুরে Guest Coach পদে আলাদা ভাবে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই। ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সঙ্গে নিয়ে নিচে উল্লেখিত ইন্টারভিউ এর স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান

The Chairman, Sports Council, NIT Durgapur

ইন্টারভিউ তারিখ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দূর্গাপুরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া ২৭শে জুলাই ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৭.০৭.২০২৩
ইন্টারভিউ তারিখ২৭.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: nitdgp.ac.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a comment