IAF Commissioned Officer Recruitment 2025: যে সমস্ত চাকরি প্রার্থীরা ভারতের প্রতিরক্ষা বিভাগে চাকরি করতে আগ্রহী তাদের জন্য একটি দারুণ সুখবর। ইতিমধ্যেই ভারতীয় বিমানবাহিনী ২৮৪টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে? এবং কারা কারা আবেদন করতে পারবেন? এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
IAF Commissioned Officer Recruitment 2025: চাকরি বিবরণ
নিচের টেবিলে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে:
বিষয় | বিস্তারিত |
---|---|
নিয়োগ সংস্থা | ভারতীয় বিমানবাহিনী (Indian Air Force) |
পদের নাম | কমিশন্ড অফিসার (ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি-টেকনিক্যাল/নন-টেকনিক্যাল) |
শূন্যপদের সংখ্যা | ২৮৪ |
বেতন | প্রতিমাসে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা |
চাকরির স্থান | সমগ্র ভারত |
আবেদনের মোড | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | indianairforce.nic.in |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
- ফ্লাইং: ৩ টি শূন্যপদ
- গ্রাউন্ড ডিউটি-টেকনিক্যাল: ১৫৬ টি শূন্যপদ
- গ্রাউন্ড ডিউটি-নন-টেকনিক্যাল: ১২৫ টি শূন্যপদ
কারা কারা আবেদন করতে পারবেন?
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:
প্রত্যেক শাখার জন্য আলাদা যোগ্যতা:
- ফ্লাইং শাখা: ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক (১২তম) পাস (ফিজিক্স ও গণিত সহ) অথবা B.E./B.Tech (যেকোনো স্ট্রিম) অথবা স্নাতক (ন্যূনতম ৬০% নম্বর সহ)।
- গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল): উচ্চমাধ্যমিক পাস(ফিজিক্স ও গণিত; ন্যূনতম ৬০%) + B.E./B.Tech অথবা স্নাতকোত্তর (M.Sc) পদার্থবিদ্যা/গণিত/কম্পিউটার সায়েন্স।
- গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল): স্নাতক (BA/B.Com/B.Sc) ন্যূনতম ৬০% অথবা CA/CMA/CS/CFA-তে ডিগ্রি অথবা MBA/মাস কমিউনিকেশন
মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
ফ্লাইং বিভাগে বয়সসীমা ২০ থেকে ২৪ বছর, গ্রাউন্ড ডিউটি-টেকনিক্যাল এবং গ্রাউন্ড ডিউটি-নন-টেকনিক্যাল পদে বয়সসীমা ২০ থেকে ২৬ বছর। এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। OBC প্রার্থীদের জন্য ৩ বছর SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, প্রাক্তন সেনাসদস্যদের জন্য ১০ বছর এবং কাশ্মীরি বাসিন্দাদের জন্য অতিরিক্ত ৫ বছর বয়স ছার দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের ৩টি ধাপে মূল্যায়ন করা হবে:
- লিখিত পরীক্ষা (AFCAT): সাধারণ জ্ঞান, যুক্তিবিদ্যা, সংখ্যাতত্ত্ব ও ইংরেজি
- AFSB টেস্ট: মনস্তাত্ত্বিক পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ব্যক্তিগত সাক্ষাৎকার
- মেডিকেল পরীক্ষা: AIPMT গাইডলাইন অনুযায়ী শারীরিক ও চক্ষু পরীক্ষা
আবেদন করার পদ্ধতি
নিচের ধাপগুলো অনুসরণ করে অনলাইনে আবেদন করুন:
- ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইট indianairforce.nic.in-এ যান।
- ধাপ ২: “Careers” সেকশনে গিয়ে “Apply Online for Commissioned Officers 2025” লিঙ্কে ক্লিক করুন।
- ধাপ ৩: রেজিস্ট্রেশন করুন (নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে)।
- ধাপ ৪: লগইন করে ফর্ম পূরণ করুন (শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য ইত্যাদি)।
- ধাপ ৫: স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করুন (ফটো, সই, শিক্ষাগত সার্টিফিকেট)।
- ধাপ ৬: আবেদন ফি জমা দিন (অনলাইন পেমেন্ট: UPI/কার্ড/নেট ব্যাঙ্কিং)।
- ধাপ ৭: ফর্ম জমা দিয়ে প্রিন্ট আউট সংরক্ষণ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদনের সময় নিচের ডকুমেন্টগুলির স্ক্যান কপি প্রস্তুত রাখুন:
- পাসপোর্ট সাইজ ফটো (সাদা ব্যাকগ্রাউন্ড)
- স্বাক্ষরের স্ক্যান কপি
- ১০ম/১২তম মার্কশিট
- স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি সার্টিফিকেট
- বয়স প্রমাণের সার্টিফিকেট (জন্মনিবন্ধন/১০ম সার্টিফিকেট)
- ক্যাটেগরি সার্টিফিকেট (SC/ST/OBC)
- OBC প্রার্থীদের জন্য নন-ক্রিমি লেয়ার সার্টিফিকেট
আবেদন ফি
- AFCAT এন্ট্রির জন্য: ₹৫৫০ (সাধারণ ও OBC প্রার্থী)
- SC/ST ও মহিলা প্রার্থীদের: ফ্রি
- পেমেন্ট মোড: অনলাইন (কোনো অফলাইন পদ্ধতি গ্রহণযোগ্য নয়)
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ০২ জুন ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ০১ জুলাই ২০২৫
- AFCAT পরীক্ষার সম্ভাব্য তারিখ: সেপ্টেম্বর ২০২৫
- AFSB ইন্টারভিউ: অক্টোবর-ডিসেম্বর ২০২৫
গুরুত্বপূর্ণ লিঙ্ক
- সম্পূর্ণ বিজ্ঞপ্তি: Download Notification PDF
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Click Here
- অনলাইনে আবেদন করুন: Apply Online
- অফিসিয়াল ওয়েবসাইট: indianairforce.nic.in