Indian Navy Recruitment 2025: ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুযোগ পেতে চান? ইন্ডিয়ান নেভি (Indian Navy) ২০২৫ সালে নাবিক (Sailors) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ১২তম পাস হতে হবে এবং বয়সসীমা ১৭.৫ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অফলাইনে আবেদনের শেষ তারিখ ১৭ জুন ২০২৫। কারা কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
Indian Navy Recruitment 2025: চাকরির বিবরণ
পদে নাম: নাবিক (Sailors)
শূন্য পদ: বিভিন্ন (সঠিক সংখ্যা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ নেই)।
বেতন: প্রশিক্ষণকালীন প্রতি মাসে ১৪,৬০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পেটি অফিসার পদে লেভেল-৫ (২৫,৫০০–৮১,১০০ টাকা) এবং চিফ পেটি অফিসার পদে লেভেল-৬ বেতন প্রদান করা হবে।
কাজের স্থান: সমগ্র ভারত।
কারা কারা আবেদন করতে পারবেন?
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (১২তম) পাস (যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে)।
বয়স সীমা (৩১ মে ২০২৫ অনুযায়ী):
ন্যূনতম: ১৭.৫ বছর
সর্বোচ্চ: ২৫ বছর
SC/ST/OBC/PH প্রার্থীদের জন্য বয়স ছাড়ের সুবিধা প্রযোজ্য।
নির্বাচন প্রক্রিয়া
১. মেডিকেল পরীক্ষা: প্রাথমিক ভাবে শারীরিক ও চিকিৎসাগত দক্ষতা যাচাই করা হবে।
২. ইন্টারভিউ: মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। নিচের ধাপগুলি অনুসরণ করুন:
- নোটিফিকেশন ডাউনলোড: joinindiannavy.gov.in থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
- ফর্ম পূরণ করুন: বিজ্ঞপ্তির শেষ পৃষ্ঠায় দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে যথাযথ তথ্য দিয়ে পূরণ করুন।
- ডকুমেন্ট সংযুক্তি: শিক্ষাগত সনদ, বয়সপ্রমাণপত্র, ফটো, স্বাক্ষর ইত্যাদি স্ব-সত্যায়িত কপি ফর্মের সঙ্গে জমা দিন।
- জমা দিন: সম্পূর্ণ ফর্ম রেজিস্টার্ড পোস্ট/স্পিড পোস্ট-এর মাধ্যমে নিচের ঠিকানায় পাঠান :
The Secretary,
Indian Navy Sports Control Board,
Naval Headquarters, Ministry of Defence,
Nausena Bhawan, Room No. W-016,
Delhi Cantt, New Delhi – 110010
আবেদন ফি: কোনো ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ২৩ মে ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৫
- উত্তর-পূর্ব, জম্মু-কাশ্মীর, লাদাখ, আন্দামান-নিকোবর, লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপের প্রার্থীদের জন্য শেষ তারিখ: ২৪ জুন ২০২৫।
গুরুত্বপূর্ণ লিংক
- বিস্তারিত নোটিফিকেশন: ডাউনলোড লিংক
- অফিসিয়াল ওয়েবসাইট: ভিজিট করুন