SSC CGL Recruitment 2025: গ্রুপ বি ও সি পদে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ! ১৪৫৮২টি শূন্যপদে কর্মী নিয়োগ

Author Avatar

Anita Mahata

12 June, 2025


SSC CGL Recruitment 2025: পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষা ২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বিভিন্ন বিভাগে গ্রুপ বি ও সি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট ১৪,৫৮২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইন আবেদন শুরু হয়েছে ৯ জুন, ২০২৫ থেকে এবং শেষ হবে ৪ জুলাই, ২০২৫-এ। কারা কারা এখানে আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? কিভাবে প্রার্থী নির্বাচন করতে হবে? এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC CGL Recruitment 2025: চাকরি বিবরণ

বিষয়বিবরণ
নিয়োগ সংস্থাস্টাফ সিলেকশন কমিশন (SSC)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অডিটর ইত্যাদি
শূন্যপদের সংখ্যা১৪,৫৮২
চাকরির স্থানসমগ্র ভারত
আবেদন মোডশুধুমাত্র অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in

বেতন কাঠামো:

পদমাসিক বেতন (₹)
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার৩৫,৪০০ – ১,৪২,৪০০
সাব-ইন্সপেক্টর২৫,৫০০ – ১,৪২,৪০০
অডিটর২৯,২০০ – ৯২,৩০০
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট২৫,৫০০ – ৮১,১০০

কারা আবেদন করতে পারবেন?

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

সাধারণ পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (যেকোনো স্ট্রিমে) আবশ্যক। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে আবেদন করতে স্নাতক ডিগ্রি + ১২তম শ্রেণিতে গণিতে ৬০% নম্বর অথবা স্নাতকে স্ট্যাটিস্টিক্স বিষয় থাকতে হবে এবং, কম্পাইলার পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো ইকোনমিক্স/স্ট্যাটিস্টিক্স/ম্যাথমেটিক্সে স্নাতক। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা

  • অধিকাংশ পদের ক্ষেত্রে বয়সসীমা হলো ১৮–৩০ বছর (১ আগস্ট ২০২৫ অনুযায়ী)।
  • সাব-ইন্সপেক্টর: ২০–৩০ বছর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার: ১৮–৩২ বছর।

বয়স ছাড়: SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC-দের জন্য ৩ বছর, PwBD প্রার্থীদের ১০ বছর। এছাড়াও PwBD (OBC) ১৩ বছর, PwBD (SC/ST) ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া

চূড়ান্ত নির্বাচন হবে ৪টি ধাপে:

  1. টিয়ার-১ (কম্পিউটার-বেসড): ১০০টি MCQ (জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ইংলিশ, জিকে)।
  2. টিয়ার-২ (কম্পিউটার-বেসড): কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটি, ইংলিশ, স্ট্যাটিস্টিক্স (নির্দিষ্ট পদের জন্য)।
  3. টিয়ার-৩ (ডেসক্রিপটিভ): পেন-পেপার মোডে ইংরেজি/হিন্দিতে রচনা ও পত্র লিখন।
  4. টিয়ার-৪: কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট/ডকুমেন্ট ভেরিফিকেশন।

আবেদন পদ্ধতি

  1. ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (OTR): SSC ওয়েবসাইট-এ গিয়ে “New User? Register Now” ক্লিক করুন। মোবাইল নম্বর, ইমেল আইডি ও ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  2. লগইন ও ফর্ম পূরণ: SSC ID ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষাগত যোগ্যতা, পদের পছন্দ, ঠিকানা ইত্যাদি সঠিক ভাবে পূরণ করুন।
  3. ডকুমেন্ট আপলোড: সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
  4. আবেদন ফি জমা: অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করুন (যদি প্রয়োজন হয়)।
  5. সাবমিশন: ফর্ম জমা দিয়ে কনফার্মেশন পেজ প্রিন্ট করে রাখুন।
  6. ফর্ম সংশোধন: ৯ থেকে ১১ জুলাই, ২০২৫-এর মধ্যে ২০০ – ৫০০ টাকা জমা দিয়ে ফরম সংসোধন করা যাবে।

আবেদন ফি:

  • জেনারেল/ওবিসি: ১০০ টাকা (অনলাইন পেমেন্ট)
  • SC/ST/মহিলা/PwD: ফ্রি।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • স্নাতক মার্কশিট ও সার্টিফিকেট
  • বয়স প্রমাণ (জন্মনিধান/মাধ্যমিক সার্টিফিকেট)
  • ক্যাটাগরি সার্টিফিকেট (SC/ST/OBC/PwD)
  • ফটো ও সইয়ের স্ক্যান কপি।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ৯ জুন, ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই, ২০২৫
  • ফি জমার শেষ তারিখ: ৫ জুলাই, ২০২৫
  • টিয়ার-১ পরীক্ষা: ১৩–৩০ আগস্ট, ২০২৫
  • টিয়ার-২ পরীক্ষা: ডিসেম্বর ২০২৫ (আনুমানিক)

গুরুত্বপূর্ণ লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Click Here
  • অনলাইন আবেদন: Apply Online
  • অফিসিয়াল ওয়েবসাইট: ssc.gov.in

Author

  • Anita Mahata

    নমস্কার! আমি আনিতা মাহাত... সরকারি চাকরির আপডেট, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষা সংবাদ বিষয়ে ৩ বছর ধরে বাংলায় নিবন্ধ লিখছি। আমি প্রতিদিন সরকারি বিজ্ঞপ্তি, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস মনিটর করি, যাতে আপনারা সঠিক ও সময়োপযোগী তথ্য পান। আমার লক্ষ্য কেবল খবর দেওয়া নয়, বরং আপনাকে ক্যারিয়ারের সফলতা এনে দেওয়া।