বিজ্ঞান ও প্রযুক্তির উত্তর সহ 50 জিকে প্রশ্ন (GK Questions With Answers In Bengali): নিচে বিজ্ঞান ও প্রযুক্তির উত্তর সহ 50 জিকে প্রশ্ন দেওয়া হয়েছে, যা আপনার চাকরির প্রস্তুতিতে এবং সাধারণ জ্ঞান বাড়াতে সাহায্য করবে। প্রশ্ন উত্তরগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করার জন্য নিবন্ধের শেষে দেওয়া লিংকে ক্লিক করবেন।
১. প্রঃ পৃথিবীর সবচেয়ে শক্ত প্রাকৃতিক বস্তু কী?
উঃ হীরা।
২. প্রঃ মহাকর্ষ বল কে আবিষ্কার করেন?
উঃ আইজ্যাক নিউটন।
৩. প্রঃ বিদ্যুৎ প্রবাহ মাপার একক কী?
উঃ অ্যাম্পিয়ার।
৪. প্রঃ আলোর গতি কত?
উঃ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার (প্রায়)।
৫. প্রঃ পারমাণবিক বোমার সূত্র কী উপর ভিত্তি করে?
উঃ নিউক্লিয়ার ফিশন।
৬. প্রঃ জলের রাসায়নিক সংকেত কী?
উঃ H₂O।
৭. প্রঃ অক্সিজেনের আবিষ্কারক কে?
উঃ জোসেফ প্রিস্টলি।
৮. প্রঃ সোনার পারমাণবিক সংখ্যা কত?
উঃ ৭৯।
৯. প্রঃ লোহারে জং ধরা কোন ধরনের বিক্রিয়া?
উঃ জারণ বিক্রিয়া।
১০. প্রঃ অম্লের pH মান কত?
উঃ ৭-এর নিচে।
১১. প্রঃ মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কী?
উঃ ত্বক।
১২. প্রঃ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে?
উঃ সালোকসংশ্লেষণ।
১৩. প্রঃ ডিএনএ-এর পুরো নাম কী?
উঃ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড।
১৪. প্রঃ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উঃ ইনসুলিন।
১৫. প্রঃ মানুষের হৃদয় কত প্রকোষ্ঠ বিশিষ্ট?
উঃ ৪টি (২ অলিন্দ, ২ নিলয়)।
১৬. প্রঃ কম্পিউটারের “মস্তিষ্ক” কে বলা হয়?
উঃ CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)।
১৭. প্রঃ WWW-এর পুরো অর্থ কী?
উঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
১৮. প্রঃ প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
উঃ ফোর্ট্রান (১৯৫৭)।
১৯. প্রঃ GPS-এর পুরো নাম কী?
উঃ গ্লোবাল পজিশনিং সিস্টেম।
২০. প্রঃ AI-এর পুরো নাম কী?
উঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
২১. প্রঃ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি।
২২. প্রঃ চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
উঃ নীল আর্মস্ট্রং (১৯৬৯)।
২৩. প্রঃ আমাদের ছায়াপথের নাম কী?
উঃ আকাশগঙ্গা।
২৪. প্রঃ কোন গ্রহকে “লাল গ্রহ” বলা হয়?
উঃ মঙ্গল।
২৫. প্রঃ ব্ল্যাক হোলে আলো কীভাবে আটকায়?
উঃ অভিকর্ষের তীব্রতার জন্য।
২৬. প্রঃ পেনিসিলিন কে আবিষ্কার করেন?
উঃ আলেকজান্ডার ফ্লেমিং।
২৭. প্রঃ এক্স-রে কে আবিষ্কার করেন?
উঃ উইলহেম রন্টজেন।
২৮. প্রঃ ভিটামিন সি-এর অভাবে কী রোগ হয়?
উঃ স্কার্ভি।
২৯. প্রঃ মানবদেহে কয়টি ক্রোমোজোম থাকে?
উঃ ৪৬টি (২৩ জোড়া)।
৩০. প্রঃ হেপাটাইটিস কোন অঙ্গকে আক্রমণ করে?
উঃ যকৃত।
আরো পড়ুন » GK MCQ Bengali: চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর, পর্ব – ১
৩১. প্রঃ গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দিন।
উঃ কার্বন ডাই-অক্সাইড, মিথেন।
৩২. প্রঃ ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কী?
উঃ CFC গ্যাস।
৩৩. প্রঃ বিশ্ব উষ্ণায়নের বাংলা অর্থ কী?
উঃ গ্লোবাল ওয়ার্মিং।
৩৪. প্রঃ ভারতে প্রথম সৌরশক্তি চালিত রাজ্য কোনটি?
উঃ গুজরাত।
৩৫. প্রঃ বায়ুদূষণ মাপার যন্ত্রের নাম কী?
উঃ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)।
৩৬. প্রঃ বাল্ব কে আবিষ্কার করেন?
উঃ টমাস আলva এডিসন।
৩৭. প্রঃ টেলিফোনের আবিষ্কারক কে?
উঃ আলেকজান্ডার গ্রাহাম বেল।
৩৮. প্রঃ গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯৮ সালে।
৩৯. প্রঃ প্রথম মোবাইল ফোন কোম্পানির নাম কী?
উঃ মোটোরোলা (১৯৭৩)।
৪০. প্রঃ ডিজিটাল ক্যামেরার আবিষ্কারক কে?
উঃ স্টিভেন স্যাসন (১৯৭৫)।
৪১. প্রঃ মেটাভার্স ধারণাটি কোন কোম্পানি জনপ্রিয় করে?
উঃ মেটা (ফেসবুক)।
৪২. প্রঃ 5G-এর “G” কী অর্থ?
উঃ জেনারেশন (প্রজন্ম)।
৪৩. প্রঃ কৃত্রিম উপগ্রহ চালু করে কোন দেশ প্রথম?
উঃ রাশিয়া (স্পুটনিক-১, ১৯৫৭)।
৪৪. প্রঃ ভারতে তৈরি প্রথম সুপারকম্পিউটারের নাম কী?
উঃ পরম-৮০০০ (১৯৯১)।
৪৫. প্রঃ NFT-এর পুরো নাম কী?
উঃ নন-ফাংজিবল টোকেন।
৪৬. প্রঃ পোকামাকড় কত পায়ে হাঁটে?
উঃ ৬টি।
৪৭. প্রঃ মৌমাছি একদিনে কত ফুল পরিদর্শন করে?
উঃ প্রায় ৫০০০।
৪৮. প্রঃ গরু কি আসলে বর্ণান্ধ?
উঃ হ্যাঁ, তারা লাল-সবুজ দেখতে পায় না।
৪৯. প্রঃ হাঙরের দাঁত কতবার গজায়?
উঃ সারাজীবনে ৩০,০০০ পর্যন্ত!
৫০. প্রঃ পিঁপড়ে কত ঘণ্টা ঘুমায়?
উঃ মাত্র ৮ মিনিট (ছোট ছোট ভাগে)!
বিজ্ঞান ও প্রযুক্তির উত্তর সহ 50 জিকে প্রশ্ন: Download PDF
Please send me